Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুন ২০১৮

১০ বিজিবি’র অভিযানে ২ জন আসামীসহ ৫,৪১,৪০০/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2018-06-20

১৮ জুন ২০১৮ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপির টহলদল গোলাবাড়ী নামক স্থান হতে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা মিয়াসহ ১০০টি ইয়াবা ট্যাবলেট ০১ টি বাইসাইকেলসহ আটক করে। আটককৃত আসামীকে কুমিল্লাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য একটি অভিযানে জোয়ারকছার বিওপির টহলদল জোয়ারকাছার বক্ষব্যধি হাসপাতাল নামক স্থান হতে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ মোবারক হোসেনসহ ৬ বোতল ফেনসিডিল আটক করে। আটককৃত আসামীকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপির দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩ বোতল হুইস্কি, ৬টি বিয়ার ক্যান এবং ১৬৫০টি ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য =৫,৪১,৪০০/-(পাঁচ লক্ষ একচল্লিশ হাজার চারশত) টাকা।


Share with :

Facebook Facebook