Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুন ২০১৭

১০ বিজিবি’র অভিযানে ০২ জন আসামী এবং ৪,৩৯,৮০০/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2017-06-03

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত বৌয়ার বাজার (শাহাপুর পোষ্ট)বিওপির টহলদল কর্তৃক গত ০১ জুন ২০১৭ তারিখ আনুমানিক ১৫৩০ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত শাহাপুর নামক স্থান হতে ৮০ টি ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন মাদক  ব্যবসায়ীকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অপর একটি অভিযানে সদর দক্ষিণ থানার অর্ন্তগত সুবর্ণপুর নামক স্থান হতে হুইস্কি ১০ বোতল, ফেন্সিডিল ০২ বোতল এবং ০১ টি মোটর সাইকেলসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপির দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩০ টি থ্রী পিছ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৪,৩৯,৮০০/- (চার লক্ষ ঊনচল্লিশ হাজার আটশত)টাকা। 


Share with :

Facebook Facebook