Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মে ২০১৮

১০ বিজিবি’র অভিযানে ৬,৮৭,৬০০/- মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2018-05-07

১০ বিজিবি’র একটি বিশেষ টহলদল ০৬ মে ২০১৮ তারিখ আনুমানিক ২০২০ ঘটিকায় কুমিল্লা জেলার আওতাধীন চৌদ্দগ্রাম থানার অন্তর্গত নাটাপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ১২৬ টি শাড়ী মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ০৪ বোতল মদ, ১০ কেজি গাঁজা, ১৫৬ প্যাকেট বিষ্কুট এবং ০১ টি বাইসাইকেল মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৬,৮৭,৬০০/-(ছয় লক্ষ সাতাশি হাজার ছয়শত) টাকা।


Share with :

Facebook Facebook