Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মে ২০১৭

সেক্টর সদর দপ্তর, কুমিল্লা ও ১০/৬০ বিজিবি কর্তৃক বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রী পিছ আটক।


প্রকাশন তারিখ : 2017-05-17

১৭ মে ২০১৭ তারিখ আনুমানিক ০২০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান, এসপিপি, জি, এর নেতৃত্বে লেঃ কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, পিপিএম, অধিনায়ক ১০ বিজিবি সহ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুমিল্লা এবং ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর সহযোগিতায় সেক্টর সদর কুমিল্লার একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানার অন্তর্গত হরিমঙ্গল নামক স্থান হতে ৫১৮ টি শাড়ী, থ্রী পিছ- ৪০৯ টি এবং ৪৪ টি ওয়ান পিছ ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়। আটককৃত শাড়ী ও থ্রী পিছ এর সর্বমোট আনুমানিক মূল্য ৪৭,৬৭,০০০/- (সাতচল্লিশ লক্ষ সতষট্টি হাজার) টাকা মাত্র। আটককৃত মালামাল কাষ্টমস্ অফিসে জমার কার্য্ক্রম প্রক্রিয়াধীন।


Share with :

Facebook Facebook