Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জুলাই ২০১৭

কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ০২ (দুই) জন আসামী এবং ২,২৬,৫৪০/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2017-07-15

গত ১৪ জুলাই ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত জগন্নাথদিঘী বিওপির টহলদল কর্তৃক চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত জগন্নাথদিঘী উত্তর পাড় নামক স্থান হতে ০৬ টি ইয়াবা ট্যাবলেটসহ ধৃত ০১ (এক) জন মোঃ শাহ জালাল (৩৫), পিতা- মৃত শাহ জামাল, গ্রাম- সাতঘরিয়া, পোষ্ট- সাতঘরিয়া বাজার, থানা- লাঙ্গলকোট, জেলা- কুমিল্লাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অপর একটি অভিযানে সদর দক্ষিণ থানার অর্ন্তগত লহ্মীপুর কবর স্থান নামক স্থান হতে ১৩ বোতল ফেন্সিডিলসহ ০১ (এক) জন মোঃ জুয়েল (২৭), পিতা- মোঃ মাইজউদ্দিন, গ্রাম- দোনাহাস, পোষ্ট-ফুলজুটি, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৩ বোতল হুইস্কি, ২০ কেজি গাঁজা, ৪০০০ টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট, ২৬৪ বোতল বাংলাদেশী সিরাপ এবং ২১৬ বোতল বাংলাদেশী এনার্জি ড্রিংকস মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য সিজার মূল্য ২,২৬,৫৪০/- (দুই লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত চল্লিশ) টাকা।


Share with :

Facebook Facebook