Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জানুয়ারি ২০১৮

১০ বিজিবি’র অভিযানে ০১ জন আসামীসহ ৭৭,০১,৬০০/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2018-01-24

২৩ জানুয়ারি ২০১৮ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বৌয়ারা বাজার (শাহাপুর)বিওপি‘র টহলদল কর্তৃক শাহাপুর নামক স্থান হতে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ আলাউদ্দিনসহ ১৪২টি ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত আসামীকে কুমিল্লার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য একটি অভিযানে পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার অন্তর্গত মুন্সির হাট নামক স্থান হতে ১৪২৩টি শাড়ী, ৫৪টি থ্রী পিচ এবং ৯৫টি ওয়ান পিচ ফ্রগ আটক করে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৬ বোতল মদ, ১০০ বোতল ফেনসিডিল এবং ০১টি বাইসাইকেল  আটক করে।আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৭৭,০১,৬০০/- (সাতাত্তর লক্ষ এক হাজার ছয়শত) টাকা।


Share with :

Facebook Facebook