Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জুন ২০১৮

১০ বিজিবি’র অভিযানে ৪ জন আসামীসহ ৬,৬১,১০০/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2018-06-18

১৭ জুন ২০১৮ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ যশপুর বিওপির টহলদল বুড়িরটিলা নামক স্থান হতে ২ জন মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন এবং মোঃ জালাল মিয়াসহ ০৭ টি ইয়াবা ট্যাবলেট, ০১ টি মটরসাইকেল এবং বাংলাদেশী টাকা আটক করে। আকটকৃত আসামীদ্বয়কে কুমিল্লার সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিনে বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপির টহলদল কেরানীনগর নামক স্থান হতে ২ জন মাদকসেবী মোঃ সাইফুল ইসলাম এবং সাইজুল ইসলামসহ ০১ টি মটরসাইকেল আটক করে। আটককৃত আসামীদ্বয়কে কুমিল্লার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপির দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ০১টি মটরসাইকেল আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৬,৬১,১০০/- (ছয় লক্ষ একষট্টি হাজার একশত) টাকা।


Share with :

Facebook Facebook