Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুলাই ২০১৭

খেদাছড়ায় ৪০ বিজিবি’র অভিযানে অবৈধ কাঠ আটক


প্রকাশন তারিখ : 2017-07-12

১২ জুলাই ২০১৭ তারিখ খেদাছড়ায় অবস্থিত ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দেওয়ানবাজার বিওপির একটি বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মোঃ সরোয়ারদী হোসেন এর নেতৃত্বে সাতভাইপাড়া নামক স্থান হতে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় (ক) সেগুন গোল কাঠ ১০ টুকরা ১১.৭৯ ঘনফুট (খ) গামারী গোল কাঠ ৩০ টুকরা ৬৫.০৩ ঘনফুট (গ) লালি গোল কাঠ ৪২ টুকরা ৯৫.৩৬ ঘনফুট (ঘ) চাপালিশ গোল কাঠ ২০ টুকরা ৪৯.৪৮ ঘনফুট এবং (ঙ)কনক গোল কাঠ ১৩ টুকরা ৩০.৪৯ ঘনফুটসহ সর্বমোট ১১৫ টুকরা ২৫২.১৫ ঘনফুট কাঠ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সর্বমোট সিজার মূল্য-২,২২,৯৭৯/- (দুই লক্ষ বাইশ হাজার নয়শত ঊনআশি) টাকা।


Share with :

Facebook Facebook