Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জানুয়ারি ২০১৮

১০ বিজিবি’র অভিযানে ০১ জন আসামী এবং ১,০৬,৪৫০/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2018-01-11

০৩ জানুয়ারি ২০১৮ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত মথুরাপুর বিওপি’র টহলদল কর্তৃক সদর দক্ষিণ থানার অন্তর্গত বিরাহিমপুর নামক স্থান হতে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ হান্নান মিয়াসহ ১৩টি ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত আসামীকে কুমিল্লার সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ০৫ বোতল মদ, ১৪৪ বোতল ফেনসিডিল, ০১ কেজি গাঁজা, ০৬টি বিয়ার ক্যান এবং ৩২৫টি কসমেটিকস সামগ্রী আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য=১,০৬,৪৫০/- (এক লক্ষ ছয় হাজার চারশত পঞ্চাশ) টাকা।

 

 


Share with :

Facebook Facebook