Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জুলাই ২০১৮

১০ বিজিবি’র অভিযানে ০২ জন আসামী এবং ৬,২৩,২০০/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2018-07-06

 

০৪ জুলাই ২০১৮ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কমুয়া বিওপি’র টহলদল কর্তৃক দক্ষিণ জামমুড়া নামক স্থান হতে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ এখলাস মিয়াসহ  ২০ বোতল ফেনসিডিল এবং ০১ টি সিএনজি আটক করে। ০৫ জুলাই ২০১৮ তারিখ আরো একটি অভিযানে পরিচালনা করে বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপি‘র টহলদল গোলাবাড়ী নামক স্থান হতে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ বাপ্পীসহ ১০ স্কাপ সিরাপ আটক করে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি ৬ বোতল, ২ কেজি গাঁজা, ১৪৯ টি ইয়াবা ট্যাবলেট এবং ২টি বিয়ার ক্যান আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য=৬,২৩,২০০/- (ছয় লক্ষ তেইশ হাজার দুইশত) টাক