Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জানুয়ারি ২০১৮

২৮ বিজিবি’র অভিযানে ১,৬৬,৮০০/- টাকা মূল্যের ৮৪,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি এবং ২৪,০০০ পিস পান আটক


প্রকাশন তারিখ : 2018-01-25

২৫ জানুয়ারি ২০১৮ তারিখ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ এর অধীনস্থ মাঠগাঁও বিওপি’র একটি টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে মহব্বতপুর নামক স্থান হতে ৮৪,০০০ পিস (৩,৩৬০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি এবং ২৪,০০০ পিস পান আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=১,৬৬,৮০০/-(এক লক্ষ ছেষট্টি হাজার আটশত) টাকা।


Share with :

Facebook Facebook