Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জুলাই ২০১৭

টেকনাফে ২ বিজিবি’র অভিযানে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার


প্রকাশন তারিখ : 2017-07-13

গত ১২ জুলাই ২০১৭ তারিখ টেকনাফে অবস্থিত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির নায়েব সুবেদার মোঃ সাহাদৎ হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল আনুমানিক ১৮৪৫ ঘটিকায় দুইজন ব্যক্তি একটি ব্যাগ হাতে করে প্যারাবনের পাশ দিয়ে টহল দলের সামনে আসলে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। এমতাবস্থায় ইয়াবা বহনকারীরা তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে দ্রুত দৌঁড়ে প্যারাবনের ভেতর দিয়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। অতঃপর ইয়াবা বহনকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা।


Share with :

Facebook Facebook