০১ ডিসেম্বর ২০১৭ তারিখ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহলদল অভিযান পরিচালনা করে মেহেরপুর সদর থানার বাজিতপুর গ্রামের বুড়িপোতা মাঠ নামক স্থান হতে ০৩ জন ধৃত আসামী মোঃ সোহাগ মিয়া, মোঃ নাদিম হোসেন এবং হাসিবুল ইসলামসহ ০.৫ গ্রাম হিরোইন আটক করে। আটককৃত আসামীদেরকে মেহেরপুর সদর থানায় সোর্পদ করা হয়েছে। এছাড়াও একই তারিথে বারাদী বিওপির টহলদল অভিযান পরিচালনা করে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর গালার মাঠ নামক স্থান হতে ২৮৬ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য=১,১৪,৪০০/-(এক লক্ষ চৌদ্দ হাজার চারশত) টাকা।