১৭ অক্টোবর ২০১৭ তারিখ ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল আইসিপির টহলদল অভিযান পরিচালনা করে চড়–ইগাছি নামক স্থান হতে আসামী শ্রী শ্রবণ বিশ্বাসসহ ১৮ টি স্বর্ণের বার (২ কেজি ১০০ গ্রাম) আটক করে। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য= ৮৫,০০,০০০/-(পঁচাশি লক্ষ) টাকা। উক্ত আসামীকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।