২২ ডিসেম্বর ২০১৭ তারিখ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহলদল তোহাখানা নামক স্থানে ১ জন আসমী মোঃ মিজানুর রহমানসহ বিদেশী ইউএসএ পিস্তল ০২টি, ম্যাগাজিন ০২টি, কিং স্টার মোবাইল (সীমকার্ডসহ) ০১টি আটক করে। আটককৃত ইউএসএ পিস্তল ও ম্যাগজিন এবং সীমকার্ডসহ মোবাইল সেটটির আনুমানিক সিজার মুল্য=২,০৩,০০০/-(দুই লক্ষ তিন হাজার) টাকা।