বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ ইমামের ডেইল চেকপোস্ট ও বালুখালী বিওপির টহলদল তাদের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১৪,০০০ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করতে সক্ষম হয়েছে।
প্রকাশন তারিখ
: 2025-06-26
বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ ইমামের ডেইল চেকপোস্ট ও বালুখালী বিওপির টহলদল তাদের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১৪,০০০ পিস ইয়াবাসহ ০২ জনকে আটক করতে সক্ষম হয়েছে।
বিজিবির বালুখালী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী কাটাপাহাড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হয়। অপরদিকে, বিজিবির ইমামের ডেইল চেকপোস্টের টহলদল কক্সবাজারগামী নীল দরিয়া সার্ভিসের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪,০০০ পিস ইয়াবাসহ বাসের চালককে আটক করতে সক্ষম হয়েছে।