০৭ নভেম্বর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শিবের বাজার বিওপি’র টহলদল কর্তৃক চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত কেকেনগর নামক স্থান অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী মোঃ জাবেদ মিয়া এবং মোঃ আনোয়ার হোসেনসহ ০৪টি ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত আসামী (১) মোঃ জাবেদ মিয়াকে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫,০০০/- জরিমানা এবং (২) মোঃ আনোয়ার হোসেনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৪ বোতল হুইস্কি, ১২০ বোতল ফেনসিডিল, ০১ টি বিয়ার ক্যান, ০২ কেজি গাঁজা, ১৪০০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১৮৪টি কটি, ১৬০টি পাগড়ি এবং ০১টি মোটর সাইকেল আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য=১৩,১৯,৪৫০/-(তের লক্ষ ঊনিশ হাজার চারশত পঞ্চাশ) টাকা।