১৮ অক্টোবর ২০১৭ তারিখ ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কয়া বিওপির টহলদল অভিযান পরিচালনা করে চেচড়া, পাচঁবিবি, জয়পুরহাট হতে ভারতীয় শাড়ী ১৭৬টি, ভারতীয় লেহেঙা ২৫টি, ভারতীয় থ্রী পিচ ১২টি, ভারতীয় হরলিক্স-০৮টি এবং ভারতীয় ফেনসিডিল ১০৮ বোতল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=৯,৫৩,৮০০/-(নয় লক্ষ তেপ্পান্ন হাজার আটশত) টাকা।