২৫ অক্টোবর ২০১৭ তারিখ ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এনামুল আরিফ সুমন এর সার্বিক দিক নির্দেশনায় টাউনশ্রীপুর কোম্পানী কমান্ডার সুবেদার আক্তার হোসেন, শাখরা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আসাদুজ্জামান এবং নায়েক মোঃ জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার উত্তর হারদ্দা এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামী মোঃ শরিফুল ঢালীসহ ৫৮ ভরি ০৭ আনা (২৪ ক্যারেট) স্বর্ণ আটক করে। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য=২৬,২৯,৬৮৮/-(ছাব্বিশ লক্ষ ঊনত্রিশ হাজার ছয়শত আটাশি) টাকা।