২৭ অক্টোবর ২০১৭ তারিখ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর বিওপি'র টহলদল পরিশচলা পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ভারতীয় নাসির পাতার বিড়ি ২,৭৩,০০০টি ও ০১ টি টয়েটো প্রাইভেট কার আটক করে। যার আনুমানিক সিজার মুল্য=২৬,৯২,৫০০/-(ছাব্বিশ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত) টাকা।