১০ ডিসেম্বর ২০১৭ তারিখ ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মীরগঞ্জ বিওপির একটি টহলদল রাজশাহী জেলার বাঘা থানাধীন পদ্মানদীর চর নামক এলাকায় টহল পরিচালনা করে ১১১০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। আটককৃত ফেনসিডিল এর আনুমানিক সিজার মূল্য=৪,৪৪,১১০/-(চার লক্ষ চুয়াল্লিশ হাজার একশত দশ) টাকা