২৩ অক্টোবর ২০১৭ তারিখ ৫৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে আবু সরদার পাড়া নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ২৯.৫২ ঘনফুট সেগুন গোল কাঠ এবং ৯.৫০ ঘনফুট গামারী গোল কাঠ আটক করে। আটককৃত কাঠের আনুমারিক সিজার মূল্য=২,২২,৩২০/-(দুই লক্ষ বাইশ হাজার তিনশত বিশ) টাকা।