০৬ নভেম্বর ২০১৭ তারিখ ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লা সেক্টর এর অন্তর্গত আলীনগর, গংগাসাগর, গোষাইস্হল, মনিয়ন্দ, বিষ্ণুপুর, কর্নেলবাজর, কাজিয়াতলী এবং ঘাগুটিয়া বিওপির টহলদল মিরপুর, ছয়গরিয়া, ঘাগুটিয়া, মজলিশপুর, খরমপুর, বিনাকুটি, কালাছড়া এবং ইমামবাড়ী রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১০৫ বোতল ইস্কফ, ২ বোতল হুইস্কি, ৩৪ বোতল ফেনসিডিল, ১১টি ইয়াবা ট্যাবলেট, ২৪ বোতল বিয়ার, ৫০ গ্রাম গাঁজা, ৩০ পিস পন্ডস পাউডার, ২৪ টি প্যারাসুট তেল, ১২০ কেজি চা, ২টি বাইসাইকেল এবং ৩৯৫ কেজি মাছ আটক করে।আটককৃত মালামালের আনুমানিক মূল্য=১,৬৯,৩৬৫/-(এক লক্ষ উনসত্তর হাজার তিনশত পঁয়ষট্টি) টাকা।