Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd অক্টোবর ২০১৭

৫৯ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ফেনসিডিল আটক


প্রকাশন তারিখ : 2017-10-21

২১ অক্টোবর ২০১৭ তারিখ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নলডুবি বাজারের উত্তর পার্শ্বে ব্রিজ হতে ৫০ গজ উত্তর দিকে পাগলা নদীর পাড়ে মালিকবিহীন USA তৈরী পিস্তল ০২টি, ম্যাগাজিন ০৪টি ও পিস্তলের গুলি ১৪ রাউন্ড এবং ৯৬ বোতল ফেনসিডিল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=২,৪১,২২০/-(দুই লক্ষ একচল্লিশ  হাজার দুইশত বিশ)টাকা।