০৯ নভেম্বর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপি’র টহলদল কর্তৃক কোতয়ালী থানার অর্ন্তগত গোলাবাড়ী সিএনজিস্ট্যান্ড নামক স্থান হতে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ রাসেল মিয়াসহ ৬০টি ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৪ বোতল হুইস্কি, ০২ বোতল বিয়ার, ১৩৭০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১১২০টি কসমেটিকস সামগ্রী, ৭২ টি প্যাম্পার্স, ৮০ প্যাকেট বিস্কুট, ০৯টি আমুলকুল, ২৪৪০টি তালা, ২৮০০০টি আতশবাজি, ৮০ কেজি বাংলাদেশী মাছ এবং ০৬টি গরু আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১০,৬৫,১৬০/- (দশ লক্ষ পঁয়ষট্টি হাজার একশত ষাট) টাকা।