০৪ নভেম্বর ২০১৭ তারিখ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বর্পূণ এলাকার মধুগ্রাম বিওপির টহলদল কর্তৃক সেক্রেটারী বাগান নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৭৯ প্যাকেট প্যাম্পাস এবং দেবপুর বিওপির টহলদল কর্তৃক ভারতীয় ৫২১ টি থ্রী পিস, ১৩১০ টি কনা ডিপি সুইচ এবং ২৫ টি টাটা স্কাই ডিস সেট আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=৩৪,৫৭,১১০/-(চৌত্রিশ লক্ষ সাতান্ন হাজার একশত দশ) টাকা।