Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ডিসেম্বর ২০১৭

৪ বিজিবি’র অভিযানে ৬০,৮০,৭৭৫/- টাকা মূল্যের গাঁজা এবং ভারতীয় শাড়ী ও থান কাপড় আটক


প্রকাশন তারিখ : 2017-12-06

০৬ নভেম্বর ২০১৭ তারিখ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরশুরাম বিওপির টহলদল কর্তৃক দক্ষিন কোলাপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ০৩ কেজি গাঁজা এবং ব্যাটালিয়ন সদরের টহলদল কর্তৃক ভারতীয় ৭৩১ পিস শাড়ী, ৫২০ পিস থ্রী পিস, ১৮৪২.২৫ মিটার প্যান্ট পিস এবং ৫২০.০৫ মিটার থান কাপড় আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য= ৬০,৮০,৭৭৫/-(ষাট লক্ষ আঁশি হাজার সাতশত পঁচাত্তর) টাকা।