Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd অক্টোবর ২০১৭

১০ বিজিবি’র অভিযানে ০১ জন আসামীসহ ১৪,০৯,৫৬০/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2017-10-23

২০ অক্টোবর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জোয়ারকাছার বিওপি’র টহলদল ফেনী সদর থানার অর্ন্তগত পূর্ব জেরকাছার হতে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ আলাউদ্দিনসহ ০৩ বোতল ফেনসিডিল আটক করে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৪ বোতল হুইস্কি, ০১ বোতল ফেনসিডিল, ০৫ কেজি গাঁজা, ১৯০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ২২টি শাড়ী, ১১৫টি হরলিক্স, ১১৫৫টি কসমেটিকস সামগ্রী, ০৪টি ল্যাকটোজেন দুধ, ১০০০টি আতশবাজি, ২৮০০টি ট্যাবলেট, ০৭টি আমুলকুল, ০৮টি তালমিসরি এবং ১৭টি যানবাহনের যন্ত্রাংশ আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য=১৪,০৯,৫৬০/-(চৌদ্দ লক্ষ নয় হাজার পাঁচশত ষাট) টাকা।