১৯ অক্টোবর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি টহলদল সোনারগাঁও থানার অর্ন্তগত আচাড়িয়ার চর বিসমিল্লাহ ফিলিং স্টেশন হতে ০২ জন মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম এবং মোঃ সাকিব আলীসহ ১২৭০টি শাড়ী, ২০টি লেহেঙ্গা এবং ০১টি মাইক্রো আটক করে। আটককৃত আসামীদ্বয়কে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৫২ বোতল হুইস্কি, ০৩ কেজি গাঁজা, ৭১৪০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ২০২০টি শাড়ী, ৬৬টি লেহেঙ্গা, ০১টি মাইক্রো এবং ০১টি কাভার্ড ভ্যান আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২,৪৭,৪১,৩০০/-(দুই কোটি সাতচল্লিশ লক্ষ একচল্লিশ হাজার তিনশত) টাকা।