২৫ বিজিবি’র অভিযানে ২,০০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোটর সাইকেল আটক
প্রকাশন তারিখ
: 2017-11-14
১২ নভেম্বর ২০১৭ তারিখে ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লা সেক্টর এর অন্তর্গত মুকুন্দপুর বিওপির টহলদল কামারখালী এলাকায় অভিযান পরিচালনা করে একটি ভারতীয় ১৫০সিসি পালসার মোটর সাইকেল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য=২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা।