২৯ নভেম্বর ২০১৭ তারিখ ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ বি-বাড়ীয়া টিসি ক্যাম্পের টহলদল ঢাকা-সিলেট হাইওয়ে রোড চান্দুরা নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ বস্তা ভারতীয় আলু ২৩৪৩ কেজিসহ ০১টি পিকআপ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=১৩,১৮,৫০০/-(তের লক্ষ আঠার হাজার পাঁচ) টাকা।