Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ নভেম্বর ২০১৭

৪৬ বিজিবি’র অভিযানে ৬,৮২,৯১০/ টাকা ইঞ্জিন চা‌লিত ট্র‌লিসহ বি‌ভিন্ন প্রকার কাঠ আটক


প্রকাশন তারিখ : 2017-11-09

০৮ নভেম্বর ২০১৭ তারিখ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুড়াইছড়া এক‌টি  টহলদল কাঠালতলী বাজা‌র নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি ইঞ্জিন চা‌লিত ট্র‌লিসহ ম্যা‌নজিয়াম গোল কাঠ, ব‌ল্লি কাঠ, জ্বালানী কাঠসহ মোট ৩২ টুকরা ৬৯.৯৭ ঘনফুট অবৈধ কাঠ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য        =৬,৮২,৯১০/-(ছয় লক্ষ বিরাশি হাজার নয়শত দশ) টাকা।