২০ অক্টোবর ২০১৭ তারিখ ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মংলা ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় টহলদল অভিযান পরিচালনা করে সাতকুড়ি গ্রামের মধ্যে, হাকিমপুর এবং দিনাজপুর হতে ভারতীয় ট্যাবলেট সেনেগ্রা ৩৬,৪০০ পিছ, ভারতীয় ট্যাবলেট নিউসিপ ৩০,০০০ পিছ, ভারতীয় শ্যাম্পু(বিভিন্ন প্রকার) ৫৩টি, ভারতীয় নবরত্ন তৈল(বিভিন্ন এমএল) ৬৭ টি, ভারতীয় বডি লোশন(বিভিন্ন এমএল) ৪৩ টি, ভারতীয় অলিভয়েল তৈল ০৪টি, ভারতীয় ফেসওয়াশ(বিভিন্ন প্রকার) ২৫টি, ভারতীয় কেশকান্তি তৈল ২২টি, ভারতীয় টুথপেষ্ট ০৮টি এবং ভারতীয় বেটনোবেট ক্রিম(বিভিন্ন প্রকার) ১৩টি আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য= ৪০,৪০,০৫০/-(চল্লিশ লক্ষ চল্লিশ হাজর পঞ্চাশ) টাকা।