০৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সুরাইঘাট বিওপি’র টহলদল কানাইঘাট থানার অন্তর্গত নোয়াগ্রাম মাঠের মধ্য অভিযান পরিচালনা করে ৩,৬৩,৯০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে। আটককৃত নাসির বিড়ির আনুমানিক সিজার মূল্য=৬,১৮,৬৩০/-(ছয় লক্ষ আঠার হাজার ছয়শহ ত্রিশ) টাকা।