গত ১৪ অক্টোবর ২০২০ তারিখ রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদর কর্তৃক ০১ কেজি ৩৯৯.৬৮ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বারসহ ০৩ জন আসামী আটক করে।এছাড়াও উক্ত ০৩ জন আসামীর নিকট হতে হিরো গ্লামার মোটরসাইকেল (১০০ সিসি) ০১টি, মোবাইল ফোন ০৬টি, সীম কার্ড (গ্রামীণ ফোন) ০৬টি, রুপার চেইন (১.৯ ভরি) ০১টি, হাত ঘড়ি (সান্দা) ০১টি , স্যান্ডেল ০১ টি এবং নগদ টাকা ১১,৭৯৫/- উদ্ধার করা হয়। সর্বমোট সিজার মূল্য ৮৩,৫১,৭৪৫/- (তিরাশি লক্ষ একান্ন হাজার সাতশত পঁয়তাল্লিশ) টাকা।