০৭ নভেম্বর ২০১৭ তারিখ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধীনস্থ বাঁশতলা, লালঘাট এবং বাংগালভিটা নামক স্থানে অভিযান পরিচালনা করে ০১টি ভারতীয় মোটর সাইকেলসহ ৯৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ এবং ১,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে। এছাড়াও ০৮ নভেম্বর ২০১৭ তারিখ উক্ত ব্যাটালিয়নের অধীনস্থ বাঁশতলা নামক স্থান হতে ২,১৬০ কেজি ভারতীয় কয়লা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=৩,৪১,৫৮০/-(তিন লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত আশি) টাকা।