২৫ অক্টোবর ২০১৭ তারিখ ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গংগাসাগর বিওপির টহলদল নতুন বাজার, কসবা ও মজলিশপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৮০০ কেজি ভারতীয় বিট লবন এবং ৫০০ পিচ তালা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য= ৪,৩৯,০০০/-(চার লক্ষ ঊনচল্লিশ হাজার) টাকা।