২৩ অক্টোবর ২০১৭ তারিখ ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাসুদেবপুর বিওপির টহলদল অভিযান পরিচালনা করে হিলি হাসপাতাল রোড, হাকিমপুর এবং দিনাজপুর হতে ভারতীয় জুনিয়র হরলিক্স ১০০টি, ভারতীয় কমপ্ল্যান দুধ ৩৮টি, ভারতীয় ইচগার্ড ক্রীম ৫০টি এবং ভারতীয় তাস ৪২০ প্যাকেট আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=১,১৬,০০০/-(এক লক্ষ ষোল হাজার) টাকা।