৪ বিজিবি’র অভিযানে ২৭,১৮,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক
প্রকাশন তারিখ
: 2017-12-15
১৫ ডিসেম্বর ২০১৭ তারিখ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ ছাগলনাইয়া বিওপির টহলদল কর্তৃক পূর্ব-ছাগলনাইয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ৯০৬ পিছ শাড়ী আটক করে। আটককৃত শাড়ির আনুমানিক সিজার মূল্য=২৭,১৮,০০০/-(সাতাশ লক্ষ আঠারো হাজার) টাকা।