২০ ডিসেম্বর ২০১৭ তারিখ ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ কয়া বিওপির টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে চেচড়া মাঠের মধ্যে, পাচঁবিবি এবং জয়পুরহাট হতে ভারতীয় ১১৫টি লেডিস চাদর এবং ৯৯টি শাড়ী আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=৬,৮৩,৫০০/-(ছয় লক্ষ ত্রিরাশি হাজার পাঁচশত) টাকা।