১১ ডিসেম্বর ২০১৭ তারিখ ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন পুটখালী বিওপির একটি টহলদল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ পশ্চিম পাড়ার জৈনক হাফিজুর রহমান এর বাড়ীর সামনে আম বাগানের ভিতরে অভিযান পরিচালনা করে মোঃ রঞ্জু হোসেনসহ ১০টি স্বর্ণের বার (ওজন আনুমানিক ১.১৫০ কেজি) এবং বাংলাদেশী ১,৫০,০০০/-টাকাসহ আটক করে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য= ৫০,০৩,০০০/-(পঞ্চাশ লক্ষ তিন হাজার) টাকা।