৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি টহল দল অদ্য ৩০ ডিসেম্বর ২০১৭ তারিখ সুরাইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বালিধারা কাচা রাস্তার উপর থেকে মালিকবিহীন অবস্থায় ৪২৭ কেজি ভারতীয় শুকনা কাটা সুপারী এবং একটি মিনি পিকআপ আটক করে। এছাড়াও লক্ষীবাজার বিওপির একটি টহল দল লক্ষীবাজার পাঁকা রাস্তার উপর হতে ১০ বোতল ভারতীয় জেনোসিডিলসহ বাংলাদেশী মাদক পাচারকারী মোঃ মিজান (২৫),কে আটক করে। আটকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১০,৬৪,৭০০/-(দশ লক্ষ চৌষট্রি হাজার সাত শত) টাকা।