০৪ ডিসেম্বর ২০১৭ তারিখ ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ মংলা বিশেষ ক্যাম্পের টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে ঘাসুরিয়া মাঠের মধ্যে, হাকিমপুর এবং দিনাজপুর হতে ভারতীয় ১১০টি শাড়ী, ২১০টি লেডিস চাদর, ৩৬০টি জনসন বেবী ক্রিম, ৬০টি জনসন বেবী অয়েল আট করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=১০,২২,০০০/-(দশ লক্ষ বাইশ হাজার) টাকা।