০৪ নভেম্বর ২০১৭ তারিখ ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রামু শহর ক্যাম্পের টহলদল কর্তৃক মেরুননোয়া এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি নসিমন গাড়ীসহ ৫০ ঘনফুট আকাশমনি গোল কাঠ আটক করে। আটককৃত কাঠ এবং নসিমন গাড়ীর আনুমানিক সিজার মূল্য=৪,৫০,০০০/-(চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।