Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ অক্টোবর ২০১৭

৬ বিজিবি’র অভিযানে ০১ জন আসামী এবং ৩১,৭৫,১০০/-টাকা মূল্যের রুপার গহনা, মদ এবং গরু আটক


প্রকাশন তারিখ : 2017-10-27

২৬ অক্টোবর ২০১৭ তারিখ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বারাদি বিওপির টহলদল অভিযান পরিচালনা করে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদি গ্রামের বারাদি মাঠ নামক স্থান হতে ১৫৩০.৮ ভরি রুপার গহনা আটক করে। একই তারিখে উক্ত ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহলদল অভিযান পরিচালনা করে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার খালপাড়া নবীনগর গ্রামের খালপাড়া নবীনগর নামক স্থান হতে ০৯ বোতল ভারতীয় মদ আটক করে। ২৭ অক্টোবর ২০১৭ তারিখ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঠাকুরপুর বিওপির টহলদল অভিযান পরিচালনা করে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের ০১ জন আসামী মোঃ আব্দুল গনিসহ ০২টি গরু আটক করে। আটককৃত আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য=৩১,৭৫,১০০/-(একত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার একশত) টাকা।