Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ নভেম্বর ২০১৭

১০ বিজিবি’র অভিযানে ৬৬,৪৪,৮৯০/- টাকা মূল্যের বিপুল পরিমাণসহ থান কাপড়সহ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2017-11-08

০৬ নভেম্বর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল ফুলগাজী থানার অন্তর্গত পূর্ব কাজিরবাগ নামক স্থান হতে ০১ টি মিনি কাভার্ড ভ্যানসহ ভারতীয়  ৪৬০৩.৮ মিটার থান কাপড় আটক করে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৬ বোতল হুইস্কি, ০৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৯৮০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ৯২৫ টি কসমেটিকস সামগ্রী এবং ০১ টি সিএনজি আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য= ৬৬,৪৪,৮৯০/- (ছেষট্টি লক্ষ চুয়াল্লিশ হাজার আটশত নব্বই)টাকা।