Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ অক্টোবর ২০১৭

২৫ বিজিবি’র অভিযানে ১,৭৭,৬০০/- টাকার মাদকদ্রব্যসহ বিভিন্ন প্রকার মাছ আটক


প্রকাশন তারিখ : 2017-10-24

২৪ অক্টোবর ২০১৭ তারিখ ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধীনস্থ ঘাগুটিয়া আজমপুর, সিংগারবিল, শ্যামনগর, কাজিয়াতলী, গংগাসাগর এবং আলীনগর বিওপির টহলদল অভিযান পরিচালনা করে ঘাগুটিয়া, রাজাপুর, কর্মমট, আজমপুর, নলগরিয়া, মিনারকোট, কল্যানপুর, কালিবাড়ী এবং কাশিনগর স্থান হতে ভারতীয় ফেনসিডিল ২০ বোতল, ইস্কফ ৩০ বোতল, হুইস্কি ২৯ বোতল, গাঁজা ০৭ কেজি এবং মাছ ৪১৮ কেজি আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=১,৭৭,৬০০/-(এক লক্ষ সাতাত্তর হাজার ছয় শত) টাকা।