১৫ ডিসেম্বর ২০১৭ তারিখ ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ কয়া বিওপির টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে চেচড়া মাঠের মধ্যে, পাঁচবিবি এবং জয়পুরহাট হতে ভারতীয় ১৯০টি লেডিস চাদর এবং ভারতীয় ১৩টি শাড়ী আটক করে। আকটকৃত মালামালের সিজার মূল্য=৫,২৭,০০০/-(পাঁচ লক্ষ সাতাশ হাজার) টাকা।