১৮ অক্টোবর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত যশপুর (একবালিয়া পোষ্ট) বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করে দূর্গাপুর স্থান হতে ১০ বোতল হুইস্কি এবং ২০০০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট আটক করে। এছাড়াও একই তারিখে অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৪ বোতল হুইস্কি, ৫৮০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ৯০০০০টি ট্যাবলেট এবং ২০ কেজি বাংলাদেশী মাছ আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য=১০,৩৬,০০০/- (দশ লক্ষ ছত্রিশ হাজার)টাকা।