০৬ নভেম্বর ২০১৭ তারিখ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি টহলদল কর্তৃক নয়াটিলা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৪৪৬.০৫ ঘনফুট অবৈধ গামারী কাঠসহ ০১ টি ট্রাক এবং দেবপুর বিওপির টহলদল কর্তৃক ভারতীয় ০৩ টি গরু আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=৬০,১২,১০০/-(ষাট লক্ষ বার হাজার একশত) টাকা।